মন ভোলানো হোক বা রসনাতৃপ্তি, আইসক্রিমের গুণ কিছু কম নয়

গোগ্রাসে খাওয়া নয়, একটু আধটু চেখে দেখা যায়

ওজন নিয়ে দুশ্চিন্তা হলে, ক্যালরি মেপে খান

ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ, শরীরে যায় ভিটামিন D, A, ক্যালসিয়াম

সফরাস এবং রিবোফ্লেভিনও, ডার্ক চকোলেট হলে অ্যান্টিঅক্সিডেন্ট

ব্যাড কোলেস্টরলের মাত্রা কমে, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে

এনার্জি পাওয়া যায়, সুগার থাকলে সতর্ক হোন

ক্লান্তি, অবসাদের দাওয়াই, চেখে দেখলেই ফুরফুরে মন

প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের সক্রিয়তা বাড়ে

ব্রেস্ট ক্যানসার প্রতিরোধী, ক্যালসিয়ামে সমৃদ্ধ আইসক্রিম

দোকান থেকে কেনা নয়, বাড়িতে বানান আইসক্রিম