বিশ্বের ধনকুবেরদের তালিকা তৈরি হয়। সেভাবেই তালিকা হয় দেশেরও। এখন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি কোনগুলি? তথ্যসূত্র:IMF

প্রথমেই রয়েছে US, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। GDP ২৬৮৫৪ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৮০,০৩০ মার্কিন ডলার

দ্বিতীয় স্থানে চিন। GDP ১৯৩৭৪ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ১৯৩৭৪ মার্কিন ডলার

জাপান রয়েছে তৃতীয় স্থানে, GDP ৪৪১০ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৩৫৩৯০ মার্কিন ডলার

জার্মানি রয়েছে চতুর্থ স্থানে। GDP ৪৪১০ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৫১৩৮০ মার্কিন ডলার

পঞ্চম স্থানে ভারত। GDP ৩৭৫০ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ২৬০০ মার্কিন ডলার। বৃদ্ধির হার ৫.৯ শতাংশ

UK রয়েছে ৬ নম্বরে। GDP ৩১৫৯ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৪৬৩১০ মার্কিন ডলার।

ফ্রান্স তালিকায় সপ্তম। GDP ২৯২৪ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৪৪৪১০ মার্কিন ডলার।

ইতালির GDP ২১৭০ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৩৬৮১০ মার্কিন ডলার। তালিকায় আট নম্বরে।

কানাডা তালিকায় নবম। GDP ২০৯০ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৫২৭২০ মার্কিন ডলার।

Image Source: Pexels, Pixabay

দশ নম্বরে ব্রাজিল। GDP ২০৮০ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৯৬৭০ মার্কিন ডলার।