সিনেমাহলে খাওয়া-দাওয়ার খরচ কমছে। সিনেমাহলের মধ্যে যে সমস্ত রেস্তোঁরা বা ফুডচেন তারা এবার থেকে ১৮-র বদলে ৫ শতাংশ জিএসটি নেবে। জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে ৫০ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন গেমিংয়ে এবার থেকে ২৮ শতাংশ জিএসটি জারি হতে চলেছে। ক্যাসিনো, ঘোড়দৌড়ের ক্ষেত্রেও ২৮ শতাংশ জিএসটি কার্যকর হবে। তবে দাম কমছে ক্যানসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ওষুধের। ফুড ফর স্পেশাল মেডিক্যাল পারপাসেও জিএসটি আর থাকছে না। মাছ তরতাজা রাখতে ব্যবহার হয় এমন দ্রবণ (তরল), জরি-ইমিটেশনে জিএসটি কমছে। মাল্টি ইউটিলিটি ভেহিকলে এবার থেকে ২২ শতাংশ জিএসটি ধার্য করা হবে।