ঘুর পথে কম দামে পেতে পারেন রান্নার গ্যাস। এলপিজি সিলিন্ডার কিনলে রয়েছে ক্যাশব্যাক অফার।

অনলাইনে এই সুযোগ করে দিয়েছে কিছু কোম্পানি। জেনে নিন, কারা দিচ্ছে এই সুযোগ।

আপনি যদি Freecharge অ্যাপের মাধ্যমে প্রথমবার LPG বুক করতে যান, তাহলে আপনি ২০ শতাংশ ক্যাশব্যাক অর্থাৎ সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এই অ্যাপটি আপনাকে ভারত গ্যাস (বিপিসিএল), এইচপি গ্যাস ও ইন্ডেন গ্যাস তিনটিই বুক করতে দেয়।

প্রথমবার ফ্রিচার্জ অ্যাপের মাধ্যমে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে এভাবে বুক করতে হবে।

এর জন্য প্রথমে আপনি অ্যাপটি খুলুন ও তারপরে গ্যাস সরবরাহকারীর অপশনটি নির্বাচন করুন।
এর পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।

এর পর আপনাকে পেমেন্ট করতে হবে। এর পরে আপনি নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিন।
ক্যাশব্যাক পেতে, আপনাকে GAS100-এর প্রোমোকোড লিখতে হবে।

পেমেন্ট করার পরে, আপনার গ্যাস বুকিং হয়ে যাবে।বুকিংয়ের ২ দিনের মধ্যে ক্যাশব্যাকের টাকা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

কদিন আগে থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে কমেনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম।

পুরনো দামই রাখা হয়েছে এই সিলিন্ডারগুলির। ৬ জুলাই থেকে সারা দেশে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

Thanks for Reading. UP NEXT

নভেম্বর থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি, আপনার লাভ না ক্ষতি ?

View next story