বিশেষ দিনে বিশেষ মানুষের সঙ্গে উপহারও হতে স্পেশাল, তাই নিজে হাতেই বানিয়ে ফেলতে পারেন তাঁর পছন্দের জিনিস



উপহার হিসেবে দিতে পারেন চকোলেট, তাও আবার নিজের হাতে বানানো, কীভাবে বাড়িতে বানাবেন?



একটি পাত্রে কোকো পাউডার, চিনি, মাখন বা নারকেল তেল মেশাতে হবে



প্রত্যেকটি মিশ্রণ এমনভাবে মেশাতে হবে যাতে পুরোপুরি ব্লেন্ড হয়ে যায়



ভ্যানিলা এসেন্স পছন্দের অন্য কোনও উপাদান ব্যবহার করতে পারেন



মিষ্টির সামঞ্জস্য রাখতে মেশাতে হবে মধু বা ম্যাপল সিরাপ বা স্টেভিয়া



এই মিশ্রণ একটি পাত্রে রেখে হালকা আঁচে ওভেনে বসিয়ে নাড়তে থাকতে



দেখা যাবে বেশ কিছুক্ষণ পর মসৃণ মিশ্রণে পরিণত হবে



গ্যাস থেকে নামিয়ে ওই মিশ্রণ পছন্দের ছাঁচে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে



জমাট বেঁধে গেলে ব়্যাপ করে গিফট বক্সে ভরে সঙ্গীকে উপহার দিন