Image Source: pixabay.com

সারা বছরই ত্বক এবং চুলের নানা সমস্যা দেখা দেয়। শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ও চুল শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়

Image Source: pixabay.com

তেমনই যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের একাধিক সমস্যা দেখা দেয়। চুল তেলতেলে (Oily Scalp) হয়ে যাওয়ার নানা সমস্যা দেখা দেয়

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাথার ত্বক বা স্কাল্প তেলতেলে হয়ে যাওয়ার কারণে চুলও তেলতেলে হয়ে যায়

Image Source: pixabay.com

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার রয়েছে একাধিক উপায়। দেখে নেওয়া যাক সেগুলি কী কী

Image Source: pixabay.com

শ্যাম্পু করার সময়ে সময় দিয়ে এবং যত্ন নিয়ে করতে হবে। যাতে তা মাথার ত্বকের প্রতিটা জায়গায় পৌঁছয়

Image Source: pixabay.com

শ্য়াম্পু করার পর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলা দরকার। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে হবে

Image Source: pixabay.com

অনেকেরই জানা নেই প্রতিদিন শ্যাম্পু করা উচিত নাকি একদিন অন্তর। এই ভুলের কারণেও সমস্যা দেখা দেয়

Image Source: pixabay.com

তাই প্রথমে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। শ্যাম্পু এবং কন্ডিশনার নির্বাচনের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুল স্বাস্থ্যকর রাখতে নজর দিতে হবে খাদ্যাভ্যাসেও। পাতে রাখতে হবে পুষ্টিকর খাবার

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন