Image Source: pixabay.com

উৎসবে বা অনুষ্ঠানে যাওয়ার আগে ত্বকে চটজলদি জেল্লা পেতে চান? এক ঝলকে চোখ বুলিয়ে নিন ঘরোয়া পদ্ধতিগুলিতে

Image Source: pixabay.com

এক চামচ টমেটোর পেস্টের সঙ্গে দু চামচ দই মিশিয়ে তা মুখ এবং গলায় ব্যবহার করুন। মিনিট ২০ পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন

Image Source: pixabay.com

এক চামচ কফির সঙ্গে দু চামচ মধু মিশিয়ে তা ত্বকের ব্যবহার করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে

Image Source: pixabay.com

এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস ও তার সঙ্গে অর্ধেক চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ত্বকে ব্যবহার করুন

Image Source: pixabay.com

পেঁপে চটকে নিয়ে মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন

Image Source: pixabay.com

এক চামচ মধুর সঙ্গে অর্ধেক চামচ লেবুর রস মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে নিন

Image Source: pixabay.com

ত্বকে জেল্লা আনতে দারুণ উপকারী গোলাপ জল। তুলোয় করে মুখের ত্বকে লাগিয়ে নিন

Image Source: pixabay.com

চটজলদি জেল্লা ফেরাতে একটি তুলোর বল দুধে ভিজিয়ে ত্বকে ব্যবহার করুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন

Image Source: pixabay.com

ত্বকে শশার রস ব্যবহারেও জেল্লা ফেরে দ্রুত। শুধু এক টুকরো শশা মুখে, ঘাড়ে, গলায় ঘষে নিন

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন