আজ জন্মদিন বলিউড অভিনেতা অক্ষয় খন্নার, এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর সেরা ছবির তালিকা ১৯৯৭ সালে রোম্যান্টিক ড্রামা 'হিমালয় পুত্র' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় অক্ষয় খন্নার সেই বছরই তাঁকে দেখা যায় 'বর্ডার' ছবিতে, তাঁর অভিনয় প্রশংসা পায় অনুরাগী এবং সমালোচলদের কাছ থেকে ঐশ্বর্য রাই, অনিল কপূরের সঙ্গে অক্ষয় খন্নাকে দেখা যায় 'তাল' ছবিতে অক্ষয় খন্নার সেরা ছবির তালিকায় অবশ্যই জায়গা করে নেবে 'দিল চাহতা হ্যায়' এবার খলনায়কের চরিত্রে দেখা গেল অক্ষয় খন্নাকে, ছবির নাম 'হামরাজ' কমেডি চরিত্রে অভিনয়ের জন্যও জনপ্রিয় অক্ষয় খন্না, অভিনয় করলেন 'হাঙ্গামা' ছবিতে ফের কমেডি চরিত্রে দেখা গেল অক্ষয় খন্নাকে, ছবির নাম 'মেরে বাপ পহেলে আপ' 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার', 'সেকশন ৩৭৫'-এ নজরকাড়া অভিনয় করেন অক্ষয় খন্না এছাড়াও 'নকাব', 'আক্রোশ', 'গান্ধি, মাই ফাদার', 'নো প্রবলেম', 'এলওসি কার্গিল', 'রেস' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন