বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। আম্বালার পঞ্জাবী পরিবারে জন্ম। তাঁর তুতো দিদি প্রিয়ঙ্কা চোপড়া।

২০১১ সালে 'লেডিস ভার্সাস রিকি বহেল' দিয়ে বলিউডে পথচলা শুরু করেন। চরিত্রের নাম ডিম্পল চাড্ডা।

২০১২ সালে 'ইশকজাদে' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। তাঁর বিপরীতে ছিলেন অর্জুন কপূর।

২০১৩ সালে 'শুদ্ধ দেশি রোম্যান্স' ছবিতে গায়ত্রী চরিত্রে অভিনয় করেন। বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।

২০১৪ সালে পরপর তিনটি ছবি মুক্তি পায় তাঁর। 'হসি তো ফসি', 'দাওয়াত-এ-ইশক', 'কিল দিল'।

২০১৬ সালে মুক্তি পায় 'ঢিশুম'। ২০১৭-এ জনপ্রিয় 'মেরি পেয়ারি বিন্দু' ও 'গোলমাল এগেইন'।

২০১৮ সালে মুক্তি পায় 'নমস্তে ইংল্যান্ড'। এই ছবি বিশেষ সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।

২০১৯ সালে মুক্তি পায় 'কেসরি' ও 'জবড়িয়া জোড়ি'। অন্যরূপে দেখা যায় পরিণীতিকে।

২০২১ সালে ওয়েব ফিল্ম 'দ্য গার্ল অন দ্য ট্রেন' ছবিতে কাজ করেন। এরপর 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' ও 'সাইনা' ছবিতে কাজ।

চলতি বছরে মুক্তির অপেক্ষায় 'উঁচাই' ও রিভু দাশগুপ্তের একটি ছবি।

Thanks for Reading. UP NEXT

গরমে সারাদিন এসিতে থাকলে শরীরে ক্ষতি?

View next story