১৯৮৮ সালে 'সেলাম বম্বে' ছবির হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান।

একের পর এক দুর্দান্ত সমস্ত কাজ উপহার দিয়েছেন দর্শকদের। ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন পর্দার 'পান সিংহ তোমর'।

তাঁর জন্মবার্ষিকীতে ফিরে দেখা ইরফান খানের চিরস্মরণীয় কিছু কাজ।

'পান সিংহ তোমর': পান সিংহ তোমর একজন ডাকাতের জীবনী, যিনি একবার এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

'পিকু': যদি বলা হয় 'পিকু' ছবিটি ইরফান খান ও দীপিকা পাড়ুকোন উভয়ের জন্যই মনে রাখার মতো ছবি, তাহলে খুব বেশি বলা হবে না।

দীপিকা বা অমিতাভ বচ্চনের মতো 'স্ক্রিন প্রেজেন্স' তাঁর নেই এই ছবিতেই, কিন্তু তাঁর অভিনয় এতই প্রকট যে তাঁকে এড়িয়ে যাওয়া কঠিন।

'অংগ্রেজি মিডিয়াম': প্রয়াত অভিনেতার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'অংগ্রেজি মিডিয়াম'।

'লাইফ অফ পাই': ইরফান খানের বিশ্বজোড়া খ্যাতি হওয়ার পিছনে যে ছবির বিশাল অবদান, তা হল 'লাইফ অফ পাই'।

'দ্য লাঞ্চবক্স': ইরফান খানের দুর্দান্ত ছবির তালিকায় 'দ্য লাঞ্চবক্স' অন্যতম। ছিমছাম গল্পে ছিমছাম অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেন।

ইরফান খানের সেরা ছবির তালিকা তৈরি করা এককথায় অসম্ভব। উপরোক্ত ছবিগুলি ছাড়াও অজস্র দুর্দান্ত কাজ রয়েছে তাঁর।