গোলাপি সালোয়ার কামিজে বিমানবন্দরে অচেনা রূপে উরফি জাভেদ। টাইট করে বাঁধা খোঁপা, সাবেকি পোশাকে ধরা দিলেন উরফি উরফি বার বার চর্চায় উঠে আসেন তাঁর পোশাকের জন্যই, কার্যত যে কোনও জিনিসকেই পোশাক হিসেবে ব্যবহার করে ফেলেন উরফি। সদ্য প্রথমবার ব়্যাম্পে হেঁটেছেন উরফি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবিও। মডেলিং-এর পাশাপাশি বই পড়তেও ভালবাসেন উরফি। উরফি পশুপ্রেমী। বিভিন্ন পশুদের খেয়াল রাখা ও যত্ন করেন উরফি এছাড়াও, বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোও উরফির প্রিয় নেশা। ১৯৯৭ সালে লখনউতে জন্ম হয় উরফির। তাঁর আসল নাম উওরফি জাভেদ ১৯৯৭ সালে লখনউতে জন্ম হয় উরফির। তাঁর আসল নাম উওরফি জাভেদ এরপরেই তিনি অভিনয় আসার সিদ্ধান্ত নেন। কিন্তু অভিনয়ে তেমন দাগ কাটতে পারেননি উত্তরপ্রদেশের এই অভিনেত্রী।