২০১১ সালে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী নুসরত জাহান। তাঁর প্রথম ছবি জিতের বিপরীতে 'শত্রু'। এরপর ২০১২ সাল বাদ দিয়ে ২০১৩ থেকে একের পর এক ছবিতে কাজ করতে থাকেন তিনি। ২০১৩ সালে 'খিলাড়ি' ও 'খোকা ৪২০' মুক্তি পায় তাঁর। ২০১৪ সালে তাঁর তিনটি ছবি মুক্তি পায়। ২০১৬ সালে তাঁর পর পর পাঁচটি ছবি মুক্তি পায়। 'পাওয়ার', 'কেলোর কীর্তি', 'লভ এক্সপ্রেস', 'জুলফিকর', 'হরিপদ ব্যান্ডওয়ালা'। ২০১৭ সালে মুক্তি পায় 'ওয়ান', 'আমি যে কে তোমার' ও 'বলো দূগ্গা মাঈকি' ছবিগুলি। 'ওয়ান' ছবিতেই প্রথম নুসরত ও যশ একসঙ্গে কাজ করেন। 'উমা', 'ক্রিসক্রস' ও 'নকাব' মুক্তি পায় ২০১৮ সালে। ২০২০ সালে মুক্তি পায় 'অসুর' ও 'এসওএস কলকাতা'। 'এসওএস কলকাতা' যশ ও নুসরতের দ্বিতীয় ছবি। ২০২১ সালে মুক্তি পায় 'ডিকশনারি'। ২০২২ সালে মুক্তি পায় 'স্বস্তিক সংকেত'। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নুসরত জাহান। ২০২১ সালের ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরত জাহান।