ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পর এবার কাজল ও তাঁর কন্যা নায়সাকে দেখা গেল সিদ্ধিবিনায়ক মন্দিরে। মেয়ের সঙ্গে রবিবার সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউড তারকা কাজলকে। মন্দিরের বাইরে পুলিশি ঘেরাটোপের মধ্যেই ক্যামেরাবন্দি হলেন তাঁরা। নায়সাকে একটা সাদা চুড়িদার পরে দেখা যায়। কাজলকে ফ্লোরাল কুর্তি আর সাদা জেগিংসে দেখা গেল। কাজলের চোখে ছিল রোদচশমা। মা-মেয়ে জুটির ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নায়সার হাতে পুজোর সামগ্রী দেখতে পাওয়া যাচ্ছে। তাতে রয়েছে নারকেল ও ফুল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার অন্যতম কারণ নায়সার পোশাক। নেটিজেনদের একাংশের মতে নায়সাকে কখনওই সালোয়ারের মতো ট্রেডিশনাল পোশাকে দেখা যায় না। ফলে তাঁর চুড়িদার পরা ছবি দেখে ট্রোলের বন্যা। তবে অপর একাংশ অবশ্য তারকা কন্যার পাশেই দাঁড়িয়েছেন। একজন নেটিজেনের মন্তব্য, 'ট্রোল করার কী কারণ তাই বুঝছি না। পাব বা পার্টিতে তো মানুষ ওয়েস্টার্ন পোশাকই পরে। তার মানে তো এই নয় যে তারা ধার্মিক নয় বা মন্দিরে যেতে পারে না।' আবার মন্দিরে যাওয়ার জন্যও কটাক্ষের শিকার নায়সা। কারও কারও মতে তিনি তো কেবল পার্টিই করেন বন্ধুদের সঙ্গে, মন্দিরে কী করছেন! সম্প্রতি বিনোদনের খবরের শিরোনামে উঠেছেন নায়সা কারণ বন্ধুদের সঙ্গে তাঁর নিয়মিত 'পার্টি'তে যাওয়া ও ওয়েস্টার্ন পোশাক পরা।