Image Source: Pexels, Pixabay

অফিসে টানা বসে কাজ করতে হয়। পিঠে কোমরে অসহ্য ব্য়থা। এমনটা অনেকেরই হয়ে থাকে।

Image Source: Pexels, Pixabay

টানা গাড়ি চালালে বা দাঁড়িয়ে কাজ করলেও এমন ব্য়থা হয়ে থাকে।

Image Source: Pexels, Pixabay

পিঠে অতিরিক্ত চাপ পড়লে, বসার ভঙ্গিমা ভুল হলেও এমন সমস্যা হয়ে থাকে।

Image Source: Pexels, Pixabay

এই ব্যথা এড়াতে বেশ কিছু দিকে সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

ওজন নিয়ন্ত্রণ করা উচিত। পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে।

Image Source: Pexels, Pixabay

হাঁটা, সাঁতার কাটা বা স্ট্রেচিং -এর মতো শারীরিক কসরতের অভ্যাস তৈরি করতে হবে।

Image Source: Pexels, Pixabay

কম্পিউটারে কাজ করলে চোখের উচ্চতায় মনিটর রাখতে হবে।

Image Source: Pexels, Pixabay

চেয়ারে বসা অবস্থায় পায়ের পাতা যেন পুরোপুরি মাটি ছুঁতে পারে।

Image Source: Pexels, Pixabay

চেয়ারে বসে টানা কাজ করতে হলে মাঝে মাঝে বিরতি নেওয়া উচিত।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।