ব্রজাসন - পা মুড়ে তাতে ভর দিয়ে বসা।

হজম ক্ষমতা বাড়িয়ে অ্যাসিডিটি কমাতে সাহায্য় করে ব্রজাসন।

হলাসন-পিঠের ভরে শুয়ে পা পিছনে এনে মাটিতে ঠেকানো।

অ্যাসিডিটি কমাতে ও মনকে শান্ত করতে অত্যন্ত উপকারী হলাসন।

পশ্চিমোত্তাসন- সোজা হয়ে বসে পা দুটি সামনে বাড়িয়ে মাথা ঝুঁকিয়ে তাতে ঠেকানো।

কিডনি ভাল রাখতে, হজম ক্ষমতা বাড়াতে একান্ত উপকারী পশ্চিমোত্তাসন। উপকার অ্যাসি়ডিটি এড়াতেও।

পবনমুক্তাসন- পিঠের ভরে শুয়ে হাঁটু মুড়ে বুকের কাছে আনা।

পাচনক্রিয়া ত্বরাণ্বিত করে অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে পবনমুক্তাসন।

উস্ট্রাসন- হাঁটুর ভরে বসে ঘাড় পিছনের দিকে এগিয়ে সোজা উপরের দিকে তাকানো।

হজমে সাহায্য করে। অ্যাসিটিডি কমাতে সাহায্য করে। হাঁটুও ভাল রাখে।