কলায় উপস্থিত রয়েছে হাই ক্যালোরি। যা মূলত আমাদের ওজন বাড়িয়ে দেয়। কলায় উপস্থিত, ভিটামিন বি ও সি । কলা হল কার্বোহাইড্রেটের বড়সড় উৎস। তবে হ্যাঁ, ডায়াবেটিক হলে কলা খাবেন না। সেক্ষেত্রে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাবে। ডায়াবেটিক না হলে, কলা ওজন বাড়াবে। ব্যায়ামের পর কলা খাওয়া উপকারি। কাঁচা ও পাকা কলা দুই শরীরের জন্য ভাল। সুতরাং ওজন বাড়াতে কলার জুড়ি মেলা ভার।