চশমা পড়ে নাকে উপর পুরু দাগ পড়ে অনেকেরই।

চশমা খোলার পর সেই দাগ সহজে উঠতে চায় না।

মূলত ঘাম জমে নাকের দুপাশে জ্বালা হতে পারে।

মেকাপেও দূর হয় না, তবে ঘরোয়া উপায় সরানো সম্ভব।

শসার আমাদের ত্বকের জন্য খুবই উপকারী।

শসার টুকরো নিয়ে নাকের উপর রসটা দিন।

এভাবে প্রায়দিন করতে থাকলে দাগ সরে যাবে।

অ্যালোভেরা জেল দিয়েও এই দাগ দূর করা সম্ভব।

পাতিলেবুর রস দিয়েও এই সমস্যা দূর করতে পারেন।

আলুর রসও এক্ষেত্রে খুবই উপকারী।