শিয়ালকাঁটা গাছ যত্রতত্রই দেখতে পাওয়া যায়। জানলে অবাক হবে এই গাছই আশীর্বাদ হতে পারে। আপনার কঠিন রোগের সম্ভাবনা কমিয়ে দেবে। এটি মূলত অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এমনকি ডায়াবেটিকদের জন্য এই গাছ উপকারী। রক্তে শর্করা পরিমাণ স্বাভাবিক রাখে শিয়ালকাঁটা। সর্দি জমলেও এই গাছ ম্যাজিকের মত কাজ করে। এমনকি মূত্রজনিত সমস্যা সমাধানেও এটি কাজ করে। ত্বকের সংক্রমণ দূর করতেও এই গাছ উপযুক্ত। পেট ব্যথা করলেও এই কাজ ওষুধের কাজ করে।