নাক দিয়ে ক্রমাগত জল পড়ছে? কিন্তু সর্দির অনুভূতি নেই। চোরা সর্দি ভেবে এড়িয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না ? সর্দি নেই, কাশি নেই, শুধুই নাক থেকে জল ঝরছে ! এটা কি সত্যিই ঠান্ডা লাগার লক্ষণ ? সর্দি নেই, কাশি নেই, শুধুই নাক থেকে জল ঝরছে ! এটা কি সত্যিই ঠান্ডা লাগার লক্ষণ ? অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জেন নাকের মধ্যে দিয়ে ঢুকে সমস্যা তৈরি হতে পারে। নাকে কোনও টিউমর হলেও এই সমস্যা দেখা যায়। নাকের তরলের ধরনও বদলে যায় কারণের উপর ভিত্তি করে। এছাড়া আরেকটি বড় সমস্যা হল Cerebrospinal Fluid লিক করা। নাকের ছাদ ও ব্রেনের মেঝে হল একটি পার্টিশন। তাতে কোনও ফাটল তৈরি হলেও এমনটা হতে পারে। এক্ষেত্রে অপারেশনও করাতে হতে পারে। লিক বড় হলে অপারেশন করতেই হয়।