শীতকালে খুশকির সমস্যা তুলনায় বাড়ে। খুশকির আতঙ্কে কাঁটা হয়ে থাকেন অনেকেই। বিয়ের মরশুমে জামা-কাপড়ের উপরেও পড়ে। বলার অপেক্ষা রাখে না, কত অস্বস্তি বাড়িয়ে দেয়! তবে খুশকি সারানোর জন্য রয়েছে ঘরোয়া টোটকা। খুশকি দূর করতে টক দই ব্যবহার করতে পারেন। লেবুর খোসাতেও এই সমস্যা থেকে মুক্তি মেলে। পাকা কলা, মধু, লেবু সহযোগে প্যাক বানাতে পারেন। এটিও আপনার খুশকির সমস্যা থেকে মুক্তি দেবে। যদিও না সারে, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যান।