আজকাল যেখানে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে, তখন হাঁটাই সেরা ব্যায়াম।

Published by: ABP Ananda

নতুন গবেষণায় দেখা গেছে, হৃদরোগমুক্ত থাকতে প্রতিদিন ৬০০০ থেকে ৯০০০ স্টেপ হাঁটা উচিত।

প্রতিদিন নয় হাজার স্টেপ হাঁটা হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

শুরু: প্রথমেই নয় হাজার নয়, শুরুটা ৫০০ স্টেপ হেঁটে করুন।

ধৈর্য্য: শুরুতে বেশি হাঁটার পরিবর্তে ধীরে ধীরে পদক্ষেপের সংখ্যা বাড়ানো উচিত।

বৃদ্ধি: প্রতি সপ্তাহে আপনার রুটিনে ১০০টি স্টেপ যোগ করতে থাকুন।

লক্ষ্য: এমনভাবে সপ্তাহে ১০০ স্টেপ বাড়ালে সহজে রোজের ১০,০০০ পদক্ষেপের লক্ষ্যে পৌঁছতে পারবেন।

ধারাবাহিকতা: নিয়মিত হাঁটা হৃদযন্ত্রকে শক্তিশালী ও সুস্থ রাখে।

হাঁটাচলার ফলে রক্ত ​​সঞ্চালন উন্নত হয় এবং শরীর সক্রিয় থাকে।

তাই হৃদযন্ত্র সুরক্ষিত রাখতে নিঃসন্দেহে আজ থেকেই হাঁটা শুরু করুন।

Published by: ABP Ananda