বিয়ের মরশুমে চুল ঠিক নেই ?

কয়েকটা বিষয়ে নজর দিতে হবে।

সবার প্রথমে ভাল করে ঘুম দিতে হবে।

কারণ ঘুম ভাল হলেই স্ট্রেস কমবে।

চিন্তা মুক্ত হলে শরীর ভাল থাকবে।

তাহলে চুল ওঠা কমে আসবে।

চুলে গরম জল দেবেন না।

অ্যালোভেরা জেল দিতে পারেন।

হালকা করে ম্যাসাজ করে নিন।

রুক্ষতা দূর করতে মধু দিতে পারেন।