ত্বকের যত্নে মধুর জুড়ি মেলা ভার। মধু দিয়ে ফেসিয়ালও ত্বকে জন্য ভাল। মধুর সঙ্গে কলা মিশিয়ে নিলেও উপকারি। মধুর সঙ্গে গোলাপ জল ও দুধ মেশান। এই মিশ্রণ মুখে মাখলেও ত্বক সুন্দর হবে। মধুতে অ্যান্টি অক্সিডেন্ট উপস্থিত থাকে। মৃত কোষ সরিয়ে ত্বকের জেল্লা ফেরায়। মধুর সঙ্গে পাতি লেবু মেশাতে পারেন। ১০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। আগের থেকে ত্বকের বদল আসবে।