ত্বকের যত্নে পেঁপের জুড়ি মেলা ভার। পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি। পেঁপেতে রয়েছে প্যাপাইন নামক এনজাইম। মুখ থেকে ব্রণর কালো দাগ সরিয়ে দেয়। ত্বকের জেল্লা ফিরিয়ে আনে এই পেঁপে। ত্বক কোমল ও টানটান করে রাখে। বলিরেখা সরিয়ে বয়স কমিয়ে আনে। পাকা পেঁপের ফেসপ্যাক বানাতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারি। ফেসপ্যাক মেখে পরে ধুয়ে ফেলুন।