সন্তানের আগমন যেমন অফুরান আনন্দের, তেমনই তার যত্ন নেওয়া বেশ চ্যালেঞ্জিং। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের অদেখা পরিবর্তন নিত্যদিনের সঙ্গী।

Published by: ABP Ananda

সন্তান জন্ম দেওয়ার প্রায় ৬ থেকে ৮ সপ্তাহ পরের খুব সাধারণ একটি সমস্যা হল পেটের গন্ডগোল বা হজমের সমস্যা।

Published by: ABP Ananda

এর মধ্যে থাকতে পারে ডায়ারিয়া, কনস্টিপেশন, হেমোরয়েডস ও পাতলা মলের মতো সমস্যাও। ভয় পাবেন না, এটা খুব সাধারণ একটি সমস্যা।

Published by: ABP Ananda

সন্তান প্রসবের পর ডায়ারিয়া কি স্বাভাবিক? একেবারেই। পাতলা, জলের মতো মল, দিনের মধ্যে তিন বা তার থেকে বেশিবার হতে পারে ডায়ারিয়ায়।

Published by: ABP Ananda

সেই সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা হতে পারে, টান ধরতে পারে। মল সংযম করতে অক্ষম হতে পারেন। বমি বমি লাগতে পারেন, বারবার বাথরুম যেতে হতে পারে।

Published by: ABP Ananda

তবে এই ধরনের সমস্যা খুবই স্বাভাবিক। সন্তান প্রসবের পর মায়েদের শরীরের হরমোনের বদল ঘটে। ফলে হজমের ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

Published by: ABP Ananda

লেবরের সময় অনেকেই শক্ত খাবার খেতে পারেন না। যার ফলে সন্তান প্রসবের পরও অন্ত্রের স্বাভাবিক কাজকর্ম অনিয়মিত হয়ে যায়।

Published by: ABP Ananda

সন্তান জন্মের পর পেটের সেলাই ছিঁড়ে বা খুলে যাওয়ার ভয়ও অনেকেই চাপ দেন না মলত্যাগের সময়। ফলে সব মিলিয়ে অস্বস্তি, যন্ত্রণা ও পেটের সমস্যা হয়।

Published by: ABP Ananda

মা হওয়ার পর শরীরে দুধ তৈরি হয়। যার জন্য প্রবল জলের প্রয়োজন হয়। এর ফলে বল তৈরির জলের মাত্রা কমে এবং কনস্টিপেশনের সমস্যা তৈরি হয়।

Published by: ABP Ananda

ডায়ারিয়ার সমস্যা হলে বেশি ফাইবার সম্বলিত খাবার খেতে হবে। এছাড়া ওষুধ তো রয়েছেই। চিকিৎসকের পরামর্শে তা খাওয়া উচিত।