মুখে ঢেকে হাঁচি দেওয়ায় নিষেধ নেই। কিন্তু হাঁচি পুরো চেপে রাখা খুবই কষ্টের। আমাদের হাঁচির গতিবেগও কম নয়। হাঁচি চাপলে ফল মারাত্বক হতে পারে। হাঁচি নিয়ে এমনই দাবি বিশেষজ্ঞদের। হাঁচি চাপলে খাদ্যনালির উপর প্রভাব পড়ে। এমনকি শ্বাসনালিও ক্ষতিগ্রস্থ হয়। ব্যহত হতে পারে ফুসফুসের কাজ। ফুসফুসের উপর চাপ বাড়ায় বাতাস। রক্ত সঞ্চালনে বাধা পেয়ে ভয়াবহ ফল হতে পারে।