শীতের শুরুতেই বিয়ে হলে এই বিষয়ে নজর রাখতে হবে।

বিশেষত এইসময় বিয়ে হলে আর্দ্রতা একটা বড় প্রভাব ফেলে।

এই সময়ে ত্বক শুষ্ক হয়ে পড়ে, তাই সেটা খেয়াল রাখতে হবে।

ঘুম থেকে উঠে রোজ মুখ হালকা ফেস-ওয়াশ মেখে ধুতে হবে।

সকালে উঠে স্নানের পর মশ্চেরাইজার ব্যবহার করতে হবে।

অফিসের কাজের স্ট্রেস বাড়ি বয়ে আনলে চলবে না।

ঠিক সময় ঘুমোতে হবে, নয়তো চোখের তলায় কালি পড়বে।



বিয়ের আগে, সপ্তাহে নিয়ম মেনে এক্সফোলিয়েশন করতে হবে।

এক্সফোলিয়েশনে মৃত কোষ সরে গিয়ে জেল্লা বেড়ে যাবে।

তবে মুখে স্ক্রাব করার জন্য সবচেয়ে ভাল মধু, বেসন ও দুধ ।