হাত ও পায় থেকে চামড়া উঠে আসছে ?
এটিকে কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিচা বলে।
এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
মূলত ক্ষতিগ্রস্ত ত্বককে রক্ষা করে ভিটামিন ই।
ভিটামিন ই এর অভাবে ত্বক মৃতপ্রায় হয়ে পড়ে।
অ্যান্টি অক্সিডেন্ট থাকায় খুবই উপকারি এই ভিটামিন।
এই সমস্যায় পড়লে কিছু ঘরোয়া উপায়ও রয়েছে।
গ্লিসারিন, গোলাপ জল, তিলের তেল উপকারি।
ভিটামিন সি-এর অভাবেও এই সমস্যা হতে পারে।
এই ভিটামিনের উৎস লেবু, আমলকি, পেয়ারা।