ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের তালিকায় সবার প্রথমে আসবে বিভিন্ন সোয়া ফুড। এই তালিকায় রয়েছে তোফু, সোয়াবিন এবং আরও অনেক কিছুই।