ত্বকের জেল্লা ফেরাতে ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখাই ভালো

বরফের ছোঁয়ায় ত্বকের ক্লান্তি তো দূর হয়ই সঙ্গে জেল্লাও ফেরে

কফি বানিয়ে ঠান্ডা করে বরফ জমিয়ে রাখুন ত্বকে জমে থাকা ময়লা টেনে বার করার ক্ষমতা রয়েছে কফিতে

গরম জলে দু’টি গ্রিন টি-ব্যাগ ডুবিয়ে রেখে চা বানিয়ে নিন ঠান্ডা হয়ে গেলে বরফ জমানোর ট্রেতে ঢেলে জমিয়ে নিন

রোদ থেকে বাড়ি ফিরে রোজ এটি মুখে লাগাতে পারেন বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে গ্রিন-টি খুব উপকারী

তুলসি বেটে অ্যালোভেরার রসের সঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে রাখুন সপ্তাহে ৩-৪ দিন এই বরফ মুখে ব্যবহার করুন