Image Source: Pexels

দাঁতের সমস্যা এড়াতে চাইলে দাঁতের পাশাপাশি মাড়িরও যত্নের প্রয়োজন।

Image Source: Pexels

দাঁতের সঙ্গে সঙ্গে মাড়ির কীভাবে যত্ন নেবেন, তার জন্য রইল সহজ কিছু টিপস।

Image Source: Pexels

দাঁতের পাশাপাশি মাড়িও পরিষ্কার রাখতে হবে। ইনফেকশন এড়ানোর জন্য এটা করতে হব।

Image Source: Pexels

তবে ব্রাশ দিয়ে যেভাবে দাঁত পরিষ্কার করেন সেভাবে নয়। বরং আলতো হাতে মাড়ি পরিষ্কার করতে পারেন।

Image Source: Pexels

বিভিন্ন ধরনের মাউথ রিফ্রেশনাল লিকুইড দিয়ে মুখ কুলকুচি করে পরিষ্কার করতে পারেন।

Image Source: Pexels

এই অভ্যাস থাকলে মাড়িতে কখনও খাবার জমে থেকে ইনফেকশন হবে না।

Image Source: Pexels

দিনে অন্তত দু'বার ব্রাশ করা প্রয়োজন। তখনই একইভাবে মাড়িও পরিষ্কার করতে হবে।

Image Source: Pexels

জল ছাড়া যাই খাবেন তারপর একবার অন্তত মুখ কুলকুচি করে ধুয়ে নিতে হবে।

Image Source: Pexels

নিকোটিন বা তামাক দাঁতের পাশাপাশি মাড়িরও ক্ষতি করে। তাই ধূমপানের অভ্যাস ত্যাগ করাই মঙ্গলের।

Image Source: Pexels

যদি কখনও মাড়িতে যন্ত্রণা হয় কিংবা রক্ত পড়ার সমস্যা দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।