চুলের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিং টুল ব্যবহার করে থাকি। যেমন কার্লার বা স্ট্রেটনার বা ড্রায়ার।



এইসব হেয়ার স্টাইলিং টুল ব্যবহারের ক্ষেত্রে একটু বেশিই সতর্ক থাকা প্রয়োজন। অসাবধানতায় বড় বিপদ ঘটতে পারে।



ভেজা চুল আঁচড়ানো একেবারেই উচিত নয়। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যায়। চুল পড়ার বা ঝরে যাওয়ার সমস্যা বাড়তে পারে। তাই সতর্ক থাকুন।



বাইরে বেরনোর তাড়া না থাকলে চুল শুকনোর জন্য ড্রায়ার ব্যবহার না করাই চুলের স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক।



ভেজা চুলে কখনও বালিশে বা বিছানায় মাথা রেখে শুয়ে পড়বেন না। ভেজা চুল খুলে রাখা উচিত। বেঁধে রাখবেন না।



ক্লিপ বা কাঁটা জাতীয় জিনিস চুলে যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভাল। চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য বিভিন্ন ধরনের স্টাইলিং টুল থেকেও দূর থাকাই মঙ্গলের।



ভেজা চুল শুকনো সময় ড্রায়ার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রথমে ড্রায়ারে খুব বেশি হিট বা তাপমাত্রা সেট করবেন না।



চুলে স্ট্রেটনার বা কার্লার ব্যবহারের আগে হিট রেজিসট্যান্ট স্প্রে ব্যবহার করে নিতে পারেন। এর ফলে চুলের ক্ষতি কিছুটা হলেও কম হবে।



ভেজা চুলে কখনই কোনও হিটিং টুল ব্যবহার করবেন না। এর ফলে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে। দেখা দিতে পারে একাধিক গুরুত্বর সমস্যা।



বাড়ির বাইরে বেরোলে চুল বেঁধে রাখাই শ্রেয়। কারণ চুল খোলা থাকলে রাস্তাঘাটে ধুলো, ধোঁয়ায় চুলের স্বাস্থ্য খারাপ হতে বেশি সময় লাগবে না।