খুব সামান্য অসাবধানতায় চোখে মারাত্মক ইনফেকশন হতে পারে। তাই সতর্ক থাকা প্রয়োজন।

চোখে ইনফেকশন হওয়া আটকানোর জন্য কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন? একনজরে দেখে নিন।

চোখে ইনফেকশন হলে মূলত চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, জ্বালাভাব, জল পড়া এইসব সমস্যা দেখা দিতে পারে।

বাতাসে থাকা ধুলোকণা, পরাগরেণু, দূষণ, আবহাওয়ার পরিস্থিতি চোখে ইনফেকশন হওয়ার অন্যতম কারণ।

চোখ এমনিতেই মানবদেহে খুব সংবেদনশীল অর্থাৎ সেনসিটিভ অংশ। তাই সংক্রমণ রুখতে সতর্ক থাকুন।

চোখে চুলকানি ভাব দেখা দিলে চোখে রগড়ে বা ঘষে চুলকাতে যাবেন না। এর ফলে চোখের ক্ষতি হয়।

চোখে হাত দেওয়ার আগে ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া অবশ্যই প্রয়োজনীয়।

বাইরে বেরোলে সানগ্লাস পরুন। ইউভি রে এবং দূষণ থেকে রক্ষা পাবে আপনার চোখ।

ঘরবাড়ি পরিষ্কার রাখা দরকার। ধুলো থেকে চোখে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।

চোখে কোনও অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও ঠান্ডা জিনিস দিয়ে চোখে সেঁক দিতে পারেন।