যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁদের চুলে রাস্তাঘাটে ধুলো, ময়লা জমতে পারে সহজে। আর এর থেকে চুলের প্রচুর ক্ষতি হয়।
বায়ুদূষণের থেকে চুলকে সুরক্ষিত রাখার জন্য প্রতিদিন ভালভাবে শ্যাম্পু করে চুল পরিষ্কার করা প্রয়োজন।
চুলের ধরন অনুসারে বেছে নিতে হয় শ্যাম্পু। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা বাড়ি ফিরে রোজই শ্যাম্পু করে নিন।
শুধু শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখলেই হবে না। যেহেতু রোজ চুলে শ্যাম্পু করছেন তাই প্রয়োজন সঠিকভাবে কন্ডিশনিং করা।
চুলে স্টাইলিং টুল ব্যবহার না করাই ভাল। এর ফলে চুলের টেক্সচার বা গঠন নষ্ট হয়ে যায়। তাই হেয়ার স্টাইলিং টুলসের ব্যবহার যতটা কম করা যায় ততই মঙ্গলের।
রাস্তাঘাটে বেরোলে চুল বেঁধে রাখার চেষ্টা করুন। এর ফলে চুলের মধ্যে ধুলোবালি সহজে জমবে না। স্কার্ফ বা ওড়না দিয়ে চুল ঢেকে রাখতে পারলে সবচেয়ে ভাল।
রোজ যাঁরা বাড়ির বাইরে বেরোন, তাঁদের ক্ষেত্রে সম্ভব হলে বাড়ি ফিরে চুল ধুয়ে নিতে পারলে ভাল।
যেহেতু দূষণের কারণে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে, তাই হিটিং টুল যেমন চুল শুকানোর হেয়রা ড্রায়ার কিংবা ব্লোয়ার ব্যবহার না করাই ভাল।
বায়ু দূষণের ফলে শুধুমাত্র চুলের নয়, ক্ষতিগ্রস্ত হয় আমাদের স্ক্যাল্পও অর্থাৎ মাথার তালু। এই সমস্যা এড়ানোর জন্য স্ক্যাল্পে হেয়ার অয়েল ম্যাসাজের প্রয়োজন রয়েছে।
চুল পরিষ্কার রাখার জন্য যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করবেন সেগুলি গুণমানে ভাল হওয়া প্রয়োজন। সালফেট, প্যারাবিন ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল।