Image Source: pixabay

চশমা থাকলে সবসময়েই একটু বেশি খেয়াল করতে হয়। হারিয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে।

Image Source: pixabay

এই আশঙ্কা এড়াতেই অনেকে বেছে নেন কন্ট্যাক্ট লেন্স। ওজন নেই, চিন্তাও উধাও।

Image Source: pixabay

কিন্তু কন্ট্যাক্ট লেন্সেরও নানা রকম সমস্যা রয়েছে, বিশেষ করে যাঁরা প্রথম ব্যবহার করছেন তাঁদের জন্য।

Image Source: pixabay

যদি আপনি প্রথমবারের জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাহলে বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে।

Image Source: pixabay

প্রথমবার কন্ট্যাক্ট লেন্স পরা একটু সমস্যার। বিশেষজ্ঞের কাছ থেকে নির্দিষ্ট পদ্ধতি দেখে নিন।

Image Source: pixabay

ট্রায়াল লেন্স পরে আগে অভ্যাস করুন। নয়তো নতুন লেন্স নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: pixabay

লেন্স পরার বা খোলার আগে সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঘুমনোর আগে মনে করে কন্ট্যাক্ট লেন্স খুলে নিন।

Image Source: pixabay

কন্ট্যাক্ট লেন্স সাফ রাখার জন্য বিশেষ সলিউশ্যন পাওয়া যায়। সেগুলোই ব্য়বহার করুন।

Image Source: pixabay

আর্দ্র রাখতে হয়। তার জন্য বিশেষ তরল রয়েছে। পাশাপাশি আইড্রপও ব্য়বহার করতে হয়।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।