চশমা থাকলে সবসময়েই একটু বেশি খেয়াল করতে হয়। হারিয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে। এই আশঙ্কা এড়াতেই অনেকে বেছে নেন কন্ট্যাক্ট লেন্স। ওজন নেই, চিন্তাও উধাও। কিন্তু কন্ট্যাক্ট লেন্সেরও নানা রকম সমস্যা রয়েছে, বিশেষ করে যাঁরা প্রথম ব্যবহার করছেন তাঁদের জন্য। যদি আপনি প্রথমবারের জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাহলে বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। প্রথমবার কন্ট্যাক্ট লেন্স পরা একটু সমস্যার। বিশেষজ্ঞের কাছ থেকে নির্দিষ্ট পদ্ধতি দেখে নিন। ট্রায়াল লেন্স পরে আগে অভ্যাস করুন। নয়তো নতুন লেন্স নষ্ট হয়ে যেতে পারে। লেন্স পরার বা খোলার আগে সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঘুমনোর আগে মনে করে কন্ট্যাক্ট লেন্স খুলে নিন। কন্ট্যাক্ট লেন্স সাফ রাখার জন্য বিশেষ সলিউশ্যন পাওয়া যায়। সেগুলোই ব্য়বহার করুন। আর্দ্র রাখতে হয়। তার জন্য বিশেষ তরল রয়েছে। পাশাপাশি আইড্রপও ব্য়বহার করতে হয়। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।