১৫ বছর বয়স পর্যন্ত বাড়িতেই শিক্ষা, তার পর ইংল্যান্ড গমন, ফিরে আইনের পেশায় স্বাধীনতা আন্দোলনের সলতে বাড়িতেই, অবধারিত ভাবেই রাজনীতিতে যোগ ১২৯১২ সালে প্রথম কংগ্রেসে সমাবেশে যোগ, ১৯২০ সালে কিসান মঞ্চের আয়োজন ১৯১৬ সালে মহাত্মা গাঁধীর সঙ্গে সাক্ষাৎ, তাঁর অনুপ্রেরণাতেই সংগ্রামী হয়ে ওঠা অসহযোগ আন্দোলনে যোগদানে জেলবন্দি, সবমিলিয়ে ন'বছর জেল খাটেন জেলে বসেই কালজয়ী রচনা, ঐক্যের বার্তা জেল থেকেই অতীতের ঘাড়ে দোষারোপ নয়, শিক্ষা নিয়ে এগনোর পক্ষপাতী ছিলেন ১৯৬৩ সালে প্রথম হৃদরোগে আক্রান্ত হন, ১৯৬৪ সালের ২৭ মে তৃতীয় বার, তাতেই মৃত্যু আদর্শ, নীতির বিচ্যূতিতেই ব্যর্থতা, মনেপ্রাণে বিশ্বাস করতেন নেহরু দূর থেকে বসে পরামর্শ নয়, মাঠে নেমে লড়ার পক্ষে ছিলেন নেহরু