২০০০-এর নোট নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছিল RBI

বাজার থেকে দু'হাজারের নোট ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে RBI

চলতি বছরের ১৯ মে ২০০০-এর নোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল RBI

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজারের নোটে নগদ জমা দেওয়া যেতে পারে।

অথবা ব্য়াঙ্কে নিয়ে রিকুইজিশন স্লিপ নিয়ে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ২০০০-এর নোট জমা দিয়ে অন্য নোট নেওয়া যেতে পারে।

যে কোনও ব্যাঙ্কের শাখায় ২০০০-এর নোট বদলে নেওয়া যাবে।

ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী এই বছরেরই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০-এর নোট বদলে নেওয়া যাবে

৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০-এর নোট বৈধ থাকবে কি না, এই নোট দিয়ে লেনদেন করা যাবে কিনা, সেই নিয়ে এখনও কিছু জানায়নি RBI