২০০০-এর নোট নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছিল RBI

বাজার থেকে দু'হাজারের নোট ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে RBI

চলতি বছরের ১৯ মে ২০০০-এর নোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল RBI

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজারের নোটে নগদ জমা দেওয়া যেতে পারে।

অথবা ব্য়াঙ্কে নিয়ে রিকুইজিশন স্লিপ নিয়ে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ২০০০-এর নোট জমা দিয়ে অন্য নোট নেওয়া যেতে পারে।

যে কোনও ব্যাঙ্কের শাখায় ২০০০-এর নোট বদলে নেওয়া যাবে।

ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী এই বছরেরই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০-এর নোট বদলে নেওয়া যাবে

৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০-এর নোট বৈধ থাকবে কি না, এই নোট দিয়ে লেনদেন করা যাবে কিনা, সেই নিয়ে এখনও কিছু জানায়নি RBI

Thanks for Reading. UP NEXT

এটিএম মেশিনে আটকে গিয়েছে টাকা? কী করবেন?

View next story