আর মাত্র কদিন বাকি, তার মধ্যেই সেরে ফেলতে হবে এই অর্থবর্ষের আয়কর রিটার্ন। ৩১ জুলাই ITR File বা আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। শেষ তারিখ পিছোবে আপাতত এমন সম্ভাবনার কথা জানানো হয়নি। যাঁদের অ্যাকাউন্ট অডিট করতে হয় না, তাঁদের জন্য়ই আয়কর দাখিলের শেষ দিন ৩১ জুলাই। সময়ের মধ্যে আয়কর দাখিল করলে শেষ মুহূর্তের তাড়াহুড়ো থেকে বাঁচা যায়। আগেভাগে, সময়ের মধ্যে ITR ফাইল করলে রিফান্ডও তাড়াতাড়ি মেলার সুযোগ মেলে। দেরি করে আয়কর দাখিল করলে সেটাও দেরি হয়। আয়কর দাখিল করার সময় ভুল হতেই পারে। আগেভাগে কাজটি করে দিলে, ভুল হলেও পরে শুধরে দেওয়ার সময় থাকে। সময়ের মধ্যে আয়কর দাখিল না করলে কিন্তু জরিমানা দিতে হবে। ফলে সেটা এড়ানোর জন্য়ই নির্দিষ্ট দিনের মধ্যে আয়কর দাখিল করে দেওয়া উচিত। আগেভাগে ট্যাক্স জমা দেওয়া থাকলে আর্থিক পরিকল্পনা করতেও নানা সুবিধা হয়। ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে নিজে থেকেই দাখিল করা যায়।