কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ।



দাঁতের স্বাস্থ্য ভাল রাকতে প্রথমেই নজর দিতে হবে ব্রাশিং ও ব্রাশিং টুলসে।



দাঁত মাজার ব্রাশের প্রতি খেয়াল না রাখলে মুখের জীবণু নাশ হবে না।



বেশিরভাগই স্রেফ জল দিয়ে টুথব্রাশ সাফ করেন।



বাথরুমে ব্রাশ রাখা চলবে না। শৌচাগারের ব্রাশ রাখলে সেখানকার ভেজা আবহাওয়ায় ফাঙ্গাস ছড়ায়।



নিজের স্বাস্থ্যের কথা ভাবতে গেলে ব্রাশিংয়ের আগে ও পরে উষ্ণ জলে ব্রাশ ধুতে হবে।



ব্রাশ ভাল রাখতে গেলে যে কোনও মাউথ ওয়াশে অল্পক্ষণ ব্রাশ ভিজিয়ে রাখুন।



একটি ব্রাশ কদ্দিন ব্যবহার করা সম্ভব? কবে বদলাতে হবে ব্রাশ?



ব্রাশ দীর্ঘ দিন ধরে ব্যবহার করা একেবারেই অস্বাস্থ্যকর।



American Dental Association বলছে, টুথ ব্রাশ বদলাতে হবে ৩ মাসে একবার তো বটেই।



ব্রাশ খারাপ হয়ে গেলে তার আগেই বদলে ফেলুন।