আর্দ্রতার বাড়বাড়ন্তে ঘাম জমছে মাথাতেও কিন্তু সেই কারণে প্রতিদিন শ্যাম্পু করা কি উচিত?

মাথায় খুব ঘাম জমলে একদিন পর পর শ্যাম্পু করতে হবে অল্প শ্যাম্পু নিয়ে তালুতে একটু ঘষে চুল ধুয়ে ফেলতে হবে

সপ্তাহে দুই বা তিনবারের বেশি শ্যাম্পু করা ঠিক নয় প্রতিবার চুলে কন্ডিশনার অবশ্যই লাগাবেন

বেশি শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যেতে পারে সেই বিষয়টাও মাথায় রাখা জরুরি

শ্যাম্পুর পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক লাগাতে কিন্তু ভুলবেন না এতে চুল সতেজ থাকবে

চুল ধুয়ে নেওয়ার পর ভালভাবে তা শুকিয়ে নেওয়াও প্রয়োজন নরম তোয়ালে দিয়ে চুলের জল আলতো হাতে মুছে নিতে হবে

শ্যাম্পু করার আগে ভালভাবে চুল ভিজিয়ে নিতে হবে খুব গরম জল দিয়ে কখনই চুল ধোবেন না