স্প্যাম কলে অতীষ্ঠ হয়ে উঠছে জীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করতে পারেন এই কাজ।
তাহলেই সহজে আটকানো যাবে এই বিরক্তিকর কলগুলি। জেনে নিন কীভাবে করবেন এই কাজ।
বর্তমানে এই স্প্যাম কলগুলি এড়ানো আরও কঠিন হয়ে উঠছে৷ আগে স্প্যাম কলগুলিকে অজানা নম্বর হিসাবে চিহ্নিত করত ইউজাররা।
সম্প্রতি স্প্যামাররা স্প্যাম ফিল্টারগুলিকে বাইপাস করতে শিখে গিয়েছে। ফলে এই স্প্যাম কলের মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতছে জালিয়াতরা৷
প্রথমে আপনার আইফোনে ফোন অ্যাপটি খুলুন।এবার Recents-এ প্রেস করুন ও i বটন প্রেস করুন।
এবার নিচে স্ক্রোল করুন ও নম্বর ব্লক করতে Block this caller-এ প্রেস করুন। এই কাজ হয়ে গেলে আপনার ব্লক করা নম্বর থেকে আপনি কোনও নোটিফিকেশন পাবেন না।
আপনি যদি চান ব্লক করা নম্বরগুলি পর্যালোচনা করতে পারেন ও আবার কলগুলি পেতে নম্বর আনব্লক করতে পারবেন