যে কোনও ঋণ নিতে গেলে ঋণদানকারী সংস্থা খতিয়ে দেখে CIBIL স্কোর, এর উপর নির্ভর করে ঋণের পরিমাণ, সুদের হারের মতো বিষয়।
CIBIL এর পুরো অর্থ Credit Information Bureau (India) Limited. RBI-এর অনুমতিপ্রাপ্ত এই সংস্থা যে কোনও ব্যক্তি, সংস্থার ঋণের ইতিহাস সংক্রান্ত তথ্য দেখভাল করে।
বলা হয়ে থাকে, ৭২০ থেকে ৯০০-এর মধ্যে থাকলে, সেটা ভাল CIBIL স্কোর। এক্ষেত্রে দ্রুত ঋণ পাওয়া যায়, সুদের হারও সবচেয়ে কম থাকে।
নিজের CIBIL স্কোর দেখার জন্য় অজস্র ওয়েবসাইট রয়েছে। বিভিন্ন ব্যাঙ্কের ওয়েবসাইট, UPI প্ল্যাটফর্মে চেক করা যায় CIBIL স্কোর।
CIBIL-এর ওয়েবসাইট https://www.cibil.com/ এখানেও দেখা যায় নিজের স্কোর। এছাড়াও আরও একাধিক ওয়েবসাইটেও দেখা যায়।
নাম, ইমেল-আইডি, পাসওয়ার্ড দিয়ে একটি আই-ডি দিতে হবে। এরপর ফোন নম্বর, পিন কোড ও ঠিকানা দিতে হবে।
এরপর ফোন নম্বরে OTP এলে সেটা দিয়ে পরপর ধাপ অনুযায়ী এগোলেই হাতে আসবে ক্রেডিট স্কোর।
এরপর এখান থেকে আরেকটি ওয়েবসাইটে রি-ডিরেক্ট করা হবে। সেখানে মেম্বার লগইন দিয়ে খুললেই দেখা যাবে CIBIL Score
গুগল পে, ক্রেড থেকে শুরু করে আরও একাধিক ওয়েবসাইটে নিজের CIBIL Score দেখতে পারেন। ওয়েবসাইটে নিজের তথ্য দেওয়ার আগে দেখে নিতে হবে সেই সাইট ভরসা করার মতো কিনা।