বেড়ে গেল আধার আপডেটের সময়সীমা। তার সঙ্গে এল নতুন গাইডলাইন।
ABP Ananda

বেড়ে গেল আধার আপডেটের সময়সীমা। তার সঙ্গে এল নতুন গাইডলাইন।



বিনামূল্যে আধারের তথ্য আপডেট করার সুযোগ রয়েছে। পরিচয়-প্রমাণ, ঠিকানা-প্রমাণের তথ্য বদলানো যাবে
ABP Ananda

বিনামূল্যে আধারের তথ্য আপডেট করার সুযোগ রয়েছে। পরিচয়-প্রমাণ, ঠিকানা-প্রমাণের তথ্য বদলানো যাবে



Proof of Identity এবং Proof of Address বদল করার জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে
ABP Ananda

Proof of Identity এবং Proof of Address বদল করার জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে



অনলাইনে এই কাজ করার সুযোগ রয়েছে। যেতে হবে myAadhaar Portal-এ।
ABP Ananda

অনলাইনে এই কাজ করার সুযোগ রয়েছে। যেতে হবে myAadhaar Portal-এ।



ABP Ananda

২০২৪ সালের ১৪ মার্চের পর থেকে আধারে যে কোনও বদলের জন্য টাকা দিতে হবে। লাগবে ৫০ টাকা করে।



ABP Ananda

অনলাইন হোক বা অফলাইন পদ্ধতি, সব ক্ষেত্রেই এই পরিমাণ টাকা লাগবে তখন।



ABP Ananda

বিনামূল্যে আধার আপডেটের যে সুযোগ এখনও রয়েছে তা শুধুমাত্র Proof of Identity এবং Proof of Address-এ আপডেটের জন্য



ABP Ananda

নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বদলের কাজ বিনামূল্যে করার সুযোগ নেই।



ABP Ananda

অন্তত ১০ বছর আগে আধার ইস্যু হলে, তাদের POI, POA দিয়ে আধার আপডেট করার জন্য বলা হয়েছে।



ABP Ananda

পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, লিঙ্গ বদলের বিশেষ শংসাপত্র, জাতিগত শংসাপত্র, বিশেষভাবে সক্ষমতার শংসাপত্র -এগুলি proof of Identity হিসেবে গৃহীত হবে।



ABP Ananda

ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইলেকট্রিক বা গ্যাসের বিল। সরকারের তরফে দেওয়া কোনও পরিচয়পত্র, ট্যাক্সের বিল, বাড়ির দলিলের মতো নথিও Proof of Address হিসেবে গৃহীত হবে