নভেম্বর মাস শুরু হতে বাকি আর দু'দিন। রিপোর্ট বলছে, এইদিন থেকেই বেশকিছু আর্থিক নিয়মে বদল করতে চলেছে সরকার।
জেনে নিন, এই আর্থিক পরিবর্তন আপনার ওপর সরাসরি কী প্রভাব ফেলতে পারে।
১ নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডার পেতে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যখন গ্যাস সিলিন্ডার বুক করবেন, তখন আপনার কাছে একটি OTP আসবে।
OTP জানালেই আপনি গ্যাস সিলিন্ডারের ডেলিভারি পাবেন।আসলে, আপনার কাছে যে ওটিপি আসবে তা গ্যাস এজেন্সির সিস্টেমে দেওয়া কোডের সঙ্গে মিলতে হবে
তাই আপনি যদি ১ নভেম্বর বা তার পরে ট্রেনে যাত্রা করবেন বলে ভাবেন,তাহলে অবশ্যই যাত্রার সময় পরীক্ষা করে নিন।
এখনও পর্যন্ত, একটি নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময় KYC-র বিশদ বিবরণ দিতে হয়, যা আগামী ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক করা যেতে পারে।
প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হতে পারে।