প্রথমেই আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।
ছবি- Getty


এরপরে ভেরিফাই ইমেইল/মোবাইল নম্বর অপশনে ক্লিক করতে হবে।
ছবি- Getty


আপনি মোবাইলে এমআধার অ্যাপের মাধ্যমেও লগ ইন করতে পারেন।
ছবি- Getty


এবার আপনাকে নির্দিষ্ট জায়গায় আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড বসিয়ে ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে।
ছবি- Getty


আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে একটি কনফার্মেশন কোড আসবে।
ছবি- Getty


ওই নির্দিষ্ট ফোন নম্বর লিঙ্ক না থাকলে, আধার কার্ড উপভোক্তাকে মোবাইল নম্বর আপডেট করতে বলা হবে।
ছবি- PTI


“মাই আধার পোর্টাল” বা এমআধার অ্যাপ্লিকেশনে ভেরিফাই আধার ফিচার অপশনে ক্লিক করে যাচাই করা যায়।
ছবি- PTI


সেখানে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে তার শেষ ৩টে ডিজিট দেখা যায়।
ছবি- PTI


তবে মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকলে আপনাকে বায়োমেট্রিক দিয়ে নতুন করে লিঙ্ক করাতে হবে।
ছবি- PTI


সেক্ষেত্রে আপনাকে বাড়ির কাছাকাছি কোনও আধার সেন্টারে যেতে হতে পারে।
ছবি- PTI