হ্যাকিংয়ের বিষয়ে শুনলেও নিজের ফোনে হ্যাকার হানা হয়েছে কিনা বুঝতে পারি না আমরা। ফলে ফোনে সমস্যা সৃষ্টি হলেও তুচ্ছ বলে তা এড়িয়ে যায় বেশিরভাগ ব্যবহারকারী।
এই অবহেলার সুযোগ নেয় হ্যাকাররা। ফোন আপনার হলেও নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে।
আপনি যদি হঠাৎ করে কেনাকাটা বা ব্যাঙ্কিং সংক্রান্ত লেনদেন বার্তা পেতে শুরু করেন, তাহলে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে।
আপনি যদি এই ধরনের বার্তা দেখতে পান, তাহলে অবিলম্বে আপনার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করুন।
বিশেষজ্ঞরা বলছেন, এটিও ফোন হ্যাক হওয়ার একটি লক্ষণ। এমন পরিস্থিতিতে, অবিলম্বে ডেটা ব্যাকআপ করুন ও ফোন ফর্ম্যাট করে ফেলুন।
দেখা গেছে, অনেক সময় ফোন হ্যাক করার পর সাইবার অপরাধীরা ফোনের অ্যান্টি ভাইরাস বন্ধ করে দেয়।
ফোনে উপস্থিত অ্যান্টিভাইরাস কাজ না করলে তা ফোন হ্যাক হওয়ার ইঙ্গিত দিতে পারে। স্মার্টফোন খুব ধীরে কাজ করলে সতর্ক হয়ে যান। এটি ফোন হ্যাক হওয়ার লক্ষণও হতে পারে।