Image Source: Pexels

নেশা বা পেশা যাই হোক, কোনও কোনও সময় গাড়ি চালানো যথেষ্ট কষ্টসাধ্য কাজ।

Image Source: Pexels

অনেকসময়েই চালকের আসনে বসে টানা গাড়ি চালাতে গিয়ে ঘুম পেয়ে যায়, যা যথেষ্ট বিপজ্জনক।

Image Source: Pexels

এই সমস্যা এড়াতে চোখে-মুখে জল দেওয়া হয়। কিন্তু আগেভাগেই কয়েকটি জিনিস খেয়াল রাখা প্রয়োজন।

Image Source: Pexels

মদ্যপান করে গাড়ি চালানো উচিত নয়। এই কাজ শাস্তিযোগ্য অপরাধ।

Image Source: Pexels

সকালে দীর্ঘক্ষণ গাড়ি চালাতে হলে আগের দিন রাতেও বেলাগাম মদ্যপান করলে সমস্যা হয়।

Image Source: Pexels

লং ড্রাইভের সময় টানা গাড়ি চালানোর বিরক্তি থেকে ঘুম আসতে পারে।

Image Source: Pexels

মাঝে মাঝে ছোট বিরতি নেওয়া বাধ্যতামূলক। তাতে চনমনে থাকা যায়।

Image Source: Pexels

অনেক সময় কথা না বলে টানা গাড়ি চালাতে গেলেও ঘুম আসার সমস্যা হয়। সেটা এড়াতে চ্যুইং গাম, জোয়ান বা মৌরি জাতীয় কিছু মুখে রাখুন।

Image Source: Pexels

যানজট এড়াতে রাতে গাড়ি চালানোর ভাবনা এড়ালেই ভাল। ওই সময় এমনিতেই ঘুম প্রয়োজন শরীরের।

Image Source: Pexels

ভাল করে ঘুম না হলে, অপর্যাপ্ত ঘুম হলে স্টিয়ারিং না ধরাই ভাল। প্রয়োজনে গাড়ি চালালেও খুব সাবধানতা নেওয়া প্রয়োজন।

Thanks for Reading. UP NEXT

আপনার ফোনেই চলবে ৫জি , না কিনতে হবে নতুন সেট ? কীভাবে বুঝবেন ?

View next story