অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব আজ সারা বিশ্বে সমাদৃত। জেনে নিন এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

২০০৫ সালের ২৫ এপ্রিল সাইটের সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম প্রথম ভিডিও পোস্ট করেন

প্রথম পোস্ট হওয়া এই ভিডিওটি ছিল ১৯ সেকেন্ডের। যার নাম দেওয়া হয়েছিল 'মি অ্যাট দ্য জু'।

স্যান ডিয়েগোর চিড়িয়াখানায় এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল

প্রাথমিকভাবে এটি ভিডিও ডেটিং সাইট হিসেবে তৈরি করা হয়েছিল

যার মাধ্যমে ইউজাররা নিজেরা কী ধরনের পার্টনার চাইছেন তা ভিডিও আকারে তুলে ধরতে পারবেন

ইউটিউব যাত্রা শুরু করার দেড় বছরের মাথায় ২০০৬ সালের অক্টোবর মাসে এটিকে কিনে নেয় গুগল

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিনামূল্যে প্রোডাকশন স্পেশ খুলেছে ইউটিউব

১০ হাজার সাবস্ক্রাইবার থাকলে তবেই এই সুবিধা মিলবে

২০১২ সালে গুগলের লন্ডন কিংস ক্রস অফিসে প্রথম ইউটিউব স্পেস খোলা হয়।

Thanks for Reading. UP NEXT

গাড়ি চালানোর আগে...

View next story