শীত জাঁকিয়ে পড়তেই বেরিয়ে পড়েছে লেপ-কম্বল।
ছবি- পিক্সাবে


কম্বল অনেকদিন পড়ে থাকলে গন্ধ হয়ে যায়।



কিন্তু কম্বল ধোয়া বড় সমস্যা। রোদ নেই। শুকোবেন কীভাবে ?



তবে বাড়িতেই খুব সহজে পরিষ্কার রাখা যায় কম্বল।



এর জন্য লাগবে বেকিং সোডা আর ভিনিগার।



বেকিং সোডা কম্বলের উপর ভালভাবে ছড়িয়ে দিন।



কিছুক্ষণ রেখে সেই কম্বল ব্রাশ দিয়ে ঘষলেই দুর্গন্ধ গায়েব।



একইসঙ্গে কম্বলের নোংরাও পরিষ্কার হয়ে যায় এভাবে।



স্প্রে বোতলে ভিনিগার নিয়ে স্প্রে করুন কম্বলের উপর।



কিছুক্ষণ খোলা হাওয়ায় রেখে দিলেও গন্ধ চলে যাবে।
লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।