শুধু গরমে নয়, অনেকে সারা বছর ধরেই সুতি কাপড়ের পোশাক পরতে পছন্দ করেন সুতির কাপড় বেশি ধুলে রং ফ্যাকাসে হয়ে যেতে পারে কয়েকটি নিয়ম মেনে চললেই খুব সহজেই নতুনের মত থাকবে জামা রোদে সুতির কাপড় রোদে শুকোতে না দেওয়াই ভালো এতে কাপড়ের রং উঠে যেতে পারে তরল সাবানে কাচা সম্ভব হলে ভালো সুতির কাপড় কাচার ক্ষেত্রে এই সতর্কতা মাথায় রাখতে হবে গরম জলে সুতির কাপড় ভিজিয়ে রাখবেন না এতে এর রং উঠেও যেতে পারে ওয়াশিং মেশিনে সুতির কাপড় কাচার সময় সাবানের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে দেওয়া যেতে পারে কাপড় ধোয়ার সময় নুন জলে এই কাপড় রাখতে পারেন এরপর সাবান দিয়ে কেচে ফেলতে হবে তাহলে কাপড় থেকে রং উঠবে না এতে উজ্জ্বলতাও বজায় থাকবে দীর্ঘদিন